১৩ জুন, ২০২৪ ২১:৪৪

কুড়িগ্রামে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 
 শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজ্য জ্যোতির সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান ও সুজয় চন্দ্র রায়, মজিদা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক ও তাজবীর আহম্মেদ মুগ্ধ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নিলয় কুমার দাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুজ সাকিব শাহী, বিসিএস প্রত্যাশী শিক্ষার্থী আপেল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান পর্ব, রতন অধিকারী প্রমুখ। 

সভাপতি রাজ্য জ্যোতি বলেন, বাবার যোগ্যতায় ছেলেকে বা নাতিকে চাকরী দেয়ার অর্থ যোগ্যতাকে পিছিয়ে দেয়া। অযোগ্য লোকেরা যোগ্যতার দামি চেয়ারে আসিন হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। যোগ্যতাকে অবমূল্যায়ন করা হবে। সুতরাং এ কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর