১৪ জুন, ২০২৪ ১০:৪৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

পবিত্র ঈদুল আযহায় পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে আনন্দ ভাগভাগি করে নিতে বাড়ি ফিরেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কিছুটা হলেও স্বস্তিতেই বাড়ি ফিরছে উত্তর বঙ্গের যাত্রীরা। তবে মহাসড়কে ছোট খাটো দুর্ঘটনা ও অতিরিক্ত গাড়ির চাপে মাঝে মাঝেই পড়তে হচ্ছে যানজট ও ধীর গতিতে, এটি এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার সড়কের অবস্থা।

শুক্রবার সকালে মহাসড়কের পৌংলি ব্রিজের ওপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে যায়। এতে করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশের র‌্যাকার এসে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে রাস্তা স্বাভাবিক হয়। এতে করে ওই সময় প্রায় ৮-১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এক লেনে যানবাহনের চলাচলের ব্যবস্থা করায় যানজট স্বাভাবিক হয়।

এদিকে রাস্তায় বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে ৮-১০ গুণ। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী করে দেওয়ায় কোথায় যানজটের সৃষ্টি হয়নি। তবে যানবাহনের চাপ অত্যাধিক থাকায় চলাচলে ধীর গতি রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর