১৪ জুন, ২০২৪ ২০:২৬

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

গাজীপুর প্রতিনিধি


পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

শুক্রবার বিকেলে ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শন করতে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। 

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য যাত্রী সাধারণকে অনুরোধও করেন আইজিপি।

এর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো: শাহাবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর