১৪ জুন, ২০২৪ ২০:৪৬

ঝালকাঠিতে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের দাবি

ঝালকাঠিতে বাসন্ডা নদীর পশ্চিম পাড় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবদ সম্মেলন করা হয়েছে। ঝালকাঠি বাঁচাও আন্দোলন পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বীর নিবাস প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা।

লিখিত বক্তব্যে তিনি দাবি ঝালকাঠি পৌরসভার অর্ন্তগত ৬ নং ও ৭ নং ওয়ার্ড বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এই ওয়ার্ড দুইটিতে দীর্ঘ বছর ধরে কোন উন্নয় হয়নি। এখানের রাস্তাঘাট ভাঙ্গা, পানি পাওয়া যায় না, বৈদ্যুতিক খুটিতে লাইট থাকে না।
এছাড়াও বাসন্ডা নদীর ভাঙনে এই ওয়ার্ড দুইটির রাস্তাঘাট বিলিন হওয়ার পথে। অবিলম্বে ঝালকাঠির পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের কাছে বাসন্ডা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও চলাচলের রাস্তাঘাট সংস্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু, সাংবাদিক আসম মাহামুদুর রহমান পারভেজ। এ সময় ৬ নং ও ৭ নং ওয়ার্ডের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর