১৫ জুন, ২০২৪ ১৩:০৫

পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট

খাগড়াছড়ি প্রতিনিধি:

পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র একদিন পরেই ঈদ-উল-আজহা। এরমধ্যে পাহাড়ের প্রত্যেকটি উপজেলার বাজারে পাহাড়ি দেশি গরু বিকিকিনি বেড়ে গেছে। শনিবার এখানে মহালছড়ি উপজেলায় মাইছ্যসছড়ি হাট ছিল শেষ বাজার দিন। এতে প্রচুর গরু উঠেছে। বিকিকিনিও হয়েছে বেশ। 

গরু বিক্রেতা শরীফ জানান, এবারে গরুর দাম বেশ কম। বিশেষ করে ভারত থেকে গরু আসায় ও খামারিদের প্রচুর গরু থাকায় গরুর মূল্য অনেক কম। একইসাথে ক্রেতা নেছার উল্লাহ জানান, এবারে গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এবার গরু কিনে সাচ্ছন্দ বোধ করছি। জেলার মহামনি মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, পানছড়ি দীঘিনালা, বোয়ালখালী বাজার এখন দেশি গরু বেচাকেনায় ছিল জমজমাট। এখানে প্রতিদিন হাট গুলোতে গরু বিক্রি হচ্ছে প্রচুর। এখানকার পাহাড়ের দেশি গরুর চাহিদা রয়েছে সমতল জেলায়। ছোট ও মাঝারি সাইেজর গরুর চাহিদা বেশি। তাই এসব গরুর দামও বেশি।  একটি ছোট সাইজের কোরবানিযোগ্য গরুর দাম ৬৫ থেকে ৭০ হাজার টাকা। মাঝারি সাইজের গরুর দাম ধরা  হচ্ছে ৮০ থেকে ১ লাখেরও বেশি। তবে বড় গরুর চাহিদা এখানে ছিল একেবারেই কম। সমতল জেলার ব্যাপারীরা এখান থেকে ট্রাকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে কোরবানির গরু। শেষ পর্যায়ে গরুর বাজারে গরুর দাম মোটামুটি তুলনামূলক ভাবে কম থাকায় লোকজন গরু কিনতে পেরেছে স্বাচ্ছন্দে। 

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর