১৫ জুন, ২০২৪ ১৬:৩২

চিরিরবন্দরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে আব্দুর রশিদ ওরফে আহাদ আলী নামে এক যুবক মারা গেছেন। 

শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজ চত্বরে এ ঘটনাটি ঘটেছে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুর রশিদ ওরফে আহাদ আলী (২৬) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের তেগআলী শাহপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে এবং রানীরবন্দর মহিলা কলেজের নৈশপ্রহরী।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল ৬টার দিকে আব্দুর রশিদ ওরফে আহাদ আলী রানীরবন্দর মহিলা কলেজ চত্বরের গাছে আম পাড়তে উঠেছিলেন। এ সময় হঠাৎ তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। টের পেয়ে স্থানীয় লোকজনসহ তার পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

রানীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ মো.তফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর