১৫ জুন, ২০২৪ ১৮:১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার বিকেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেছে। গাড়ি চলছে ধীরগতিতে।

উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলছে ধীরগতিতে। নবীনগর মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই লাইনেই যানবাহন চলছে ধীর গতিতে, কোথাও আবার থেমে রয়েছে।

এরই মধ্যে যাত্রীরা গাড়ি পাচ্ছে না। গাড়ির সংখ্যা কম থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। আবার যাত্রীদের কাছ থেকে তিনগুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পারভিন আক্তার নামে এক যাত্রী বলেন, ‌‘চন্দ্রা এলাকায়  দুই ঘণ্টা ধরে বসে রয়েছি কোন গাড়িতে যেতে পারছি না। এখন কিভাবে বাড়িতে যাব বুঝে উঠতে পারছি না।’

সাইদুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘সিরাজগঞ্জ যাবো ভাড়া চাচ্ছে ১২০০ টাকা। কি করবো এখন বাড়ি তো যেতে হবে। সবার সাথে ঈদ করতে হবে, তাই এখন ভাড়া যাই হোক যেতে হবে।’ 
 
নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন জানান, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে রাতের মধ্যেই তা স্বাভাবিক  হবে বলে আশা করা যাচ্ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর