১৫ জুন, ২০২৪ ১৯:০৫

ঈদে বাড়ি ফেরা হলো না মুকুলের

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদে বাড়ি ফেরা হলো না মুকুলের

ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে ঢাকা থেকে মামার মোটরসাইকেলে বগুড়ায় নিজ বাড়ি ফিরছিলেন মুকুল হোসেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি ইটভাটার সামনে পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুকুল হোসেন (৪৩) মারা যান। 

মুকুল হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে। শনিবার সকালের এ দুর্ঘনায় মুকুলের বাড়িতে ঈদ আনন্দের বদলে শোকের মাতম চলছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ.ওয়াদুদ জানান, মুকুল হোসেন নরসিংদী একটি টেক্সাটাইল মিলে চাকরি করতেন। ছুটি পাবার পর সেখান তার প্রতিবেশী মামা রফিকুলের ঢাকার বাড়িতে ঢাকায় যায়। সকালে মুকুল হোসেন ও রফিকুল ইসলাম দুই মামা ভাগ্নে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বগুড়ার সোনাতলা ফিরছিল যাচ্ছিল। পথে মহাসড়কের ঘুড়কা এলাকায় অজ্ঞাত ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মুকুল হোসেন মারা যান। খবর পেয়ে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, মরদেহ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর