১৫ জুন, ২০২৪ ২০:৪৬

পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়, ইজারাদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়, ইজারাদারকে জরিমানা

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি হাটে সরকার নির্ধারিত পশু প্রতি হাসিল বা খাজনার অতিরিক্ত টাকা আদায় করায় ইজারাদারের প্রতিনিধির এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

জানা গেছে, কোরবানির পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল প্রতি ১৫০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাটের ইজারাদার গরু প্রতি ১৫০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হাসিল আদায় করছিলেন।
 
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত দরের অতিরিক্ত হাসিল আদায় ও হাসিল আদায়ের মূল্য তালিকা না টাঙানোর কারণে বেতগাড়ি হাটের ইজারাদারের প্রতিনিধি এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রংপুর নগরীর বুড়িরহাট ইজারাদারের এক লাখ টাকা জরিমানা করা হয়।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর