১৫ জুন, ২০২৪ ২২:৩৫

নোয়াখালীতে পশুর হাটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পশুর হাটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর জেলা শহর মাইজদী হাউজিং বালুর মাঠের পশুর হাটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. হাসান ওরফে রকি (২৮) উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী।    

 
শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী শহরের হাউজিং বালুর মাঠের অস্থায়ী পশুরহাটে বিদ্যুতের লাইন দিতে গিয়ে এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে জাকের ডেকোরেটরের কাজ চলছিল। একপর্যায়ে সেখানে লাইন সংযোগকালে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে। জাকের ডেকোরেটরের মালিক জাকের জানান, সে প্রতি বছর ন্যায় এবারও বালুর মাঠে চকবাজারে (পশুরহাটে) বিদ্যুতের কাজ করতো।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. মামুন পারভেজ সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট (বিদ্যুতে আক্রান্ত) অবস্থায় একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। লাশটি পরিবার নিয়ে গেছে। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর