১৬ জুন, ২০২৪ ১৫:২১

বিশ্বনাথে বজ্রপাতে একজনের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রেজাউল হক ওরফে মোতাহির (১৭)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে। আজ রবিবার সকাল ১০টায় গ্রামের বাঘমারা হাওর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগের দিন সোমবার সকাল ৬টায় মাছ ধরতে হাওরে যাবার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।  

এ ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সকাল ৬টায় মোতাহির নৌকা নিয়ে ‘বাঘমারা’ হাওরে মাছ ধরতে যায়। এসময় আমাদের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। বেলা গড়িয়ে গেলে সে ফিরে না আসায় তাকে খুঁজতে যাওয়া হয়। গিয়ে দেখা যায় হাওরে ভাসছে খালি নৌকা। আমরা তাকে চারদিকে খুঁজতে থাকি। পরে আজ সকালে হাওরেই ভেসে ওঠে তার মৃতদেহ।  
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে। তবুও আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর