১৬ জুন, ২০২৪ ১৫:৫৯

পদ্মা সেতুর সুফল; চাঁপ নেই মাওয়ায়, নেই ভোগান্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর সুফল; চাঁপ নেই মাওয়ায়, নেই ভোগান্তি

ফাইল ছবি

পদ্মা সেতুর কারণে এবারও কোনো প্রকার চাঁপ নেই মাওয়ায়। মাওয়ায় পদ্মা সেতুর টোলপ্লাজায় সুশৃঙ্খল ভাবে কোনো প্রকার জট ছাড়াই মুহূর্তের মধ্যে পাড়ি দিচ্ছে যানবাহন। 

স্বাভাবিক ভাবেই পার হচ্ছে দক্ষিণাঞ্চলের হাজারো যানবাহন। এতে করে এভাবে ঈদ যাত্রায় স্বস্তিদায়ক হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। 

রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা সেতুর উত্তর প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবহনের সংখ্যা বাড়তে পারে। এছাড়াও  যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও টহল দিচ্ছে সেতুতে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, যাত্রীবাহী বাসসহ, ট্রাক, প্রাইভেটসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির তেমন কোন চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর