১৮ জুন, ২০২৪ ১৭:০৮

খানসামায় ঈদ উপহার হিসেবে গরুর মাংস পেল ১৩শ পরিবার

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় ঈদ উপহার হিসেবে 
গরুর মাংস পেল ১৩শ পরিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের খানসামায় নিম্ন আয়ের দরিদ্র ও অস্বচ্ছল ১৩শ পরিবারের মাঝে জনপ্রতি সোয়া কেজি গরুর মাংস বিতরণ করলো সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব)।

ঈদেরদিন সোমবার বিকালে খানসামার পাকেরহাট শাহ হাসকিং মিল চত্ত্বরে মাংস বিতরণ করে ছওয়াব সংগঠনের ভলান্টিয়াররা। খানসামায় ২৩টি গরুর মাংস ঈদের দিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, ছওয়াবের ডেপুটি ম্যানেজার (অর্থ সংগ্রহ ও আইটি) খোরশেদ আলম এবং এসিট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম ও এসিট্যান্ট ম্যানেজার (অর্থ সংগ্রহ) আশরাফুল ইসলামসহ ভলান্টিয়ারগণ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর