১৮ জুন, ২০২৪ ১৮:০১

মেঘালয়ে টানা বর্ষণে বাড়ছে নেত্রকোনার নদ-নদীর পানি

নেত্রকোনা প্রতিনিধি

মেঘালয়ে টানা বর্ষণে বাড়ছে নেত্রকোনার নদ-নদীর পানি

টানা কয়েকদিনের বর্ষণে এবং ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতে বাড়ছে নেত্রকোনা জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি। 

সীমান্ত উপজেলা পাহাড়ি নদী সোমেশ্বরী ভরে টইটুম্বুর হয়ে গেলেও মঙ্গলবার (১৮ জুন) বিকাল তিনটা পর্যন্ত পানি বিপৎসীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছে। 

এদিকে, একই নদীর কলমাকান্দা সীমান্তে উব্দাখালি নামকরণ হয়ে কংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকাল তিনটা পর্যন্ত উব্দাখালির পানি বিপৎসীমার শূন্য দশমিক ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সমতল রয়েছে। 

এদিকে, কংশ ও ধনু নদের পানি বাড়তে থাকলেও বিদৎসীমার নীচে রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের প্রতি ঘণ্টার হালনাগাদ সূত্র নিশ্চিত করেছে। 

নেত্রকোনা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, জেলার বিভিন্ন নদীর পানি সমতলে রয়েছে। 

সোমেশ্বরী নদীতে স্টেশন বিজয়পুর সকাল নয়টায় ছিল (বিপৎসীমা ১৫.৮৯ মিটার এমএসএল)। বিকাল তিনটায় দুর্গাপুর স্টেশনে সোমেশ্বরী (বিপৎসীমার ০.৯৪ মিটার নীচ দিয়ে প্রবাহিত)। একই নদীর স্টেশন কলমাকান্দায় উব্দাখালি নামে বিকাল তিনটায় (বিপৎসীমার ০.২৭ মিটার উপর দিয়ে প্রবাহিত)। 

কংশ নদীর স্টেশন জারিয়ায় এলাকায় (বিপৎসীমার ০.২০ মিটার নীচ দিয়ে প্রবাহিত)। ধনু নদের স্টেশন খালিয়াজুরী (বিপৎসীমার ০.৬৬ মিটার নীচ দিয়ে প্রবাহিত)।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর