১৯ জুন, ২০২৪ ১৫:৪৩

গোপালগঞ্জে জৈব ছত্রাকনাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জৈব ছত্রাকনাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ

গোপালগঞ্জে "ডাল ও সবজি ফসল চাষাবাদে জৈব ছত্রাকনাশকের ব্যবহার" শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কৃষি সম্প্রসারণের সহযোগিতায় “জৈব ছত্রাকনাশকের গবেষণাগার উন্নয়ন, সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ। 
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পারসন ছিলেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আলমগীর কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব মাতুব্বর, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমুখ। এতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর