২১ জুন, ২০২৪ ১৯:২১

বগুড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি, চরাঞ্চলে বন্যা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি, চরাঞ্চলে বন্যা আতঙ্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়া সারিয়াকান্দির নিকট যমুনা নদীতে পানি বৃদ্ধি  অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার চরাঞ্চালেরর নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের মানুষ বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি গত ১৪ জুন থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চালুয়াবাড়ী, হাটশেরপুর, সারিয়াকান্দি সদর, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, কামালপুর, কুতুবপুর এবং চন্দন বাইশা ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে শুরু করেছে। ফলে এসব চরাঞ্চলে বসবাসরত মানুষের মাঝে বন্যার আতঙ্কে বিরাজ করছে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর