২১ জুন, ২০২৪ ২০:০৯

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রতীকী ছবি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকুপার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল নামকস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে জুথী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে। সেসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেল যোগে হলিধানী বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়। ওই সময় সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর