২১ জুন, ২০২৪ ২০:৪৭

রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষক হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি

রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষক হাসপাতালে

রাজবাড়ীর পাংশার পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে মধু বিশ্বাস (৫০) নামে কৃষক রাসেল ভাইপার নামক সাপের কামড়ে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।
মধু বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে তিনি সাপের কামড়ে আক্রান্ত হন।

মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মায় নদীর চরে বাদাম ক্ষেত থেকে বাদাম তোলার সময় রাসেল ভাইপার সাপে কামড় দেয়। আমার চিৎকারে পাশে থাকা কয়েকজন ছুটে এসে সাপটিতে মেরে ফেলেন। পরে স্থানীয়রা সাপসহ আমাকে পাংশা হাসপাতালে নিয়ে আসেন।
হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন খান বলেন, আমার ইউনিয়নের কৃষক মধু বিশ্বাসকে রাসেল ভাইপার নামক সাপে কামড় দিয়েছে। তার অবস্থা এখন বেশি ভালো না। তাকে ফরিদপুর প্রেরণ করা হয়েছে।

পাংশা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, রাসেল ভাইপারের কামড়ে এক কৃষককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।  
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদিক চৌধুরি বলেন, রাসেল ভাইপার নামক সাপের কামড়ে এক কৃষক অসুস্থ আছেন। আমরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর