২২ জুন, ২০২৪ ১৫:৩৯

বগুড়ায় করতোয়া নদী থেকে দুইটি ‘কাটা কবজি’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করতোয়া নদী থেকে দুইটি ‘কাটা কবজি’ উদ্ধার

প্রতীকী ছবি

বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোঃ রেদওয়ানুল রহিম জানান, মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রিজ ও লোহার ব্রিজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধ্যে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, কবজি দুটি কোনো এক নারীর। কে বা কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর