২২ জুন, ২০২৪ ২১:০৪

গাইবান্ধায় কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধায় সাঁওতাল কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া মিশনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সামাজিক সংগঠন জনউদ্যোগ জেলা কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ২০ জন সাঁওতাল কিশোরী অংশগ্রহণ করে।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, মিলন তিগ্যা প্রমুখ। এতে কারাতে প্রশিক্ষক ছিলেন এ এম এইচ মানিক।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর