২৪ জুন, ২০২৪ ২১:১৬

বগুড়ায় বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন বুধবার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন বুধবার

বগুড়ার আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ আগামীকাল বুধবার উদ্বোধন হতে যাচ্ছে। প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান বুধবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ চত্বরে ‘ন্যায়কুঞ্জ’টি উদ্বোধন করবেন। 

১ হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ১টি ওয়েটিং রুম, যেখানে ৭২টি বসার সিট রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দুগ্ধপোষ্য শিশু ও মা'দের জন্য সুসজ্জিত ব্রেস্ট ফিডিং কর্ণার রয়েছে। নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেটসহ জরুরি প্রয়োজনে খাবার কেনার জন্য আলাদা গ্রোসারি শপ থাকবে ন্যায়কুঞ্জে। প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ বগুড়া।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর