বরগুনার বামনা উপজেলার যাদবপুর গ্রামে সোমবার বিষাক্ত সাপের ছোবলে বেবী বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে ঘরের আলমারী থেকে খাবার বের করতে গেলে আলমারীর ভিতর থেকে বেবী বেগমের ডানহাতে সাপ ছোবল দেয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে নিয়ে বীষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বামনা হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তবে কি জাতের সাপ তাকে দংশন করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। এদিকে, ওই গৃহবধূর মৃত্যু ঘটনায় ওই গ্রামের সর্বত্র রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বিডি-প্রতিদিন/শআ