২৫ জুন, ২০২৪ ২১:৩৬

চিরনিদ্রায় শায়িত 'জল্লাদ' শাহজাহান

নরসিংদী প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত 'জল্লাদ' শাহজাহান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত সেই ‘জল্লাদ’ শাহজাহান ভূইয়ার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রামে নরসিংদীর পলাশের সাধুর বাজার ফুটবল খেলার মাঠে জানাযার পর ইছাখালী গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এর আগে সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। 

জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কারণে গতকাল লাশ আনা সম্ভব হয়নি। আজ ময়নাতদন্ত শেষে দুপুর আড়াইটায় লাশ বাড়িতে নিয়ে আসি। 

নিহতের স্বজনরা জানান, সাভারের হেমায়েতপুরের একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ শাহজাহান। সেখানে আজ ভোর সাড়ে ৩টার দিকে তার বুকে ব্যথা উঠে। পরে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান দীর্ঘ ৩২ বছর ছয় মাস দুইদিন কারাভোগের পর গত বছরের ১৮ জুন বেলা ১১টা ৪৭ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর