২৫ জুন, ২০২৪ ২১:৫৪

নোয়াখালীতে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালীতে মাইজদী চৌমুহনী প্রধান সড়ক-মহাসড়ে ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। দুপুরে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের নেতৃত্ব পুলিশ ও বিভিন্ন কর্মকর্তার উক্তিতে ঢাকা-নোয়াখালী মহাসড়কের গাবুয়া নামক এলাকায় বিআরটিএ নোয়াখালী সার্কেল এ অভিযান পরিচানা করে।

এসময় ৬টি যানবাহনের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৬টি মামলার আওতায় এনে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহণের ভাড়ার তালিকা, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, সিটবেল্ট ইত্যাদি পরীক্ষা করা হয়।

বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় জানান, সড়কপথে গণপরিবহণের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হবে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর