২৬ জুন, ২০২৪ ২০:২৬

কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি:

কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী শাহিন্জ্জুামান শাহীন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে জেলা দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোমিন উল্লাহ’র ছেলে জসিম উদ্দিন বাবু ও সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০২১ সালের ৬ জুন সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলাক্ষেত থেকে ওই বাজারের লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা চাঁদ আলী বাদী হয়ে ওইদিনই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে মামলার আসামী জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের সময় ওই দুই আসামী আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর