২৭ জুন, ২০২৪ ১২:৫৭

নেত্রকোনা সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানের চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

 নেত্রকোনা সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানের চিনি জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বন্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৩০৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এই চিনি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকার বেশি।

গত বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। কলমাকান্দার লেংগুরা ও খারনৈ ইউনিয়নের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া প্রভৃতি এলাকার বিভিন্ন স্থান থেকে এই চিনি জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। অভিযানে ৩১ বিজিবির সহকারী পরিচালক মো. আউয়াল হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্যরা এবং পুলিশের চার সদস্য অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম বলেন, কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স টিম এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার জব্দকৃত মালামালের তালিকা করে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর