২৭ জুন, ২০২৪ ১৮:০৬

মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

মেহরেপুর প্রতিনিধি:

মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

মেহেরপুর মুজিবনগর উপজেলার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে দেশী অস্ত্র ও দুই রাউউন্ড গুলিসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে সোনাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সোনাপুর ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুজিবনগর উপজেলঅর সোনাপুর গ্রামের নতুন পাড়ায় দেশী অস্ত্র ও গুলিসহ একজন আবস্থান করছে। এ সং বাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলঅম নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশী পাইপগান, ২ রাউন্ড গুলি ও একবোতল মদ উদ্ধার করা হয়।

আটক আশরাফুলকে  মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কারা হয়েছ। মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান আটক আশরাফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর