২৭ জুন, ২০২৪ ১৮:২৮

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বৃহস্পতিবার ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তার  নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজিব পুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার (৪৫)। 

এলাকাবাসী সূএে জানা যায়, শাহিনা আক্তার এক জন মানসিক রোগী ছিলেন। কালামপুর এলাকায়  ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় চিকিৎসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে চারদিন পূর্বে শাহিনা আক্তার  তার স্বামীর সাথে আসেন। আজ সকালে  হঠাৎ ভাইয়ের বাসার কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে শাহিনা আক্তার কালামপুর এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি  ট্রেন এসে তার ওপর দিয়ে চলে যায়। পরে সেখানেই সাথে সাথে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে গাজীপুর রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে ইনর্চাজ সেতাফুর রহমান বলেন, কালামপুর খাজার ডেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর