২৭ জুন, ২০২৪ ২০:০২

কিশোরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগ চেষ্টার ঘটনায় সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এ সাজা দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাজ্জাদ মাদক সেবন করে দগদগা গ্রামের কয়েকটি বড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। 

বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনমাসের সাজা ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর