২৭ জুন, ২০২৪ ২১:১৭

কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগমোড় এলাকায় একটি নালার পানিতে ভেসে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ এলাকার ওই নালায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নালার পানিতে ভেসে থাকা মরদেহ থেকে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানতেন না বলে জানান তারা।পরে বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি। শেষে পুলিশের সহায়তায় জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৬০)। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত জলিল একজন মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তার মরদেহ নালা থেকে উদ্ধার করলে নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর