২৭ জুন, ২০২৪ ২১:৩০

জয়পুরহাটে মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২৭৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত রাতে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। অভিযানের সময় আল মাহমুদ নামে একজন পালিয়ে যান।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক নুরুল হোদা জানান, পলাতক আসামী আল মাহমুদ চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জাহাঙ্গীরের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোপালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় জাহাঙ্গীরকে আটক করা হলেও আল মাহমুদ কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা হয় ৮ হাজার ২৭৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর