২৮ জুন, ২০২৪ ১৪:০৪

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিন হাসান (১৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত সিফাত (১৮) উত্তর খামের গ্রামের আকবর আলীর ছেলে এবং সানজিদ (১৯) একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে তিনজন একটি মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি লরি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত সিফাত ও সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর