২৮ জুন, ২০২৪ ১৬:২৭

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ২০ দোকান

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ২০ দোকান

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। এতে মালামাল পুড়ে গেছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর রাত ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিধ্যেই আগুনে মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্য ও মিষ্টির দোকানসহ ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর