২৮ জুন, ২০২৪ ১৮:০৩

সাপমারা ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ ২৭ জুলাই

গাইবান্ধা প্রতিনিধি

সাপমারা ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ ২৭ জুলাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই আর প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২৭ জুলাই।

নির্বাচনে এই ইউনিয়নে মোট ১৬ হাজার ৬৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৩৩ জন। আর নারী ভোটার ৮ হাজার ৪৪৭ জন ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

গোবিন্দগঞ্জের ৫ নম্বর সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। অবশ্য তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর