২৮ জুন, ২০২৪ ২২:১৮

খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নে সভাপতি খায়রুল, সম্পাদক গুড্ডু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নে সভাপতি খায়রুল, সম্পাদক গুড্ডু

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ খায়রুল আলম তালুকদার ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আনোয়ার হোসেন পেয়েছেন ৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সৈয়দ আলম গুড্ডু ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ শহিদুল ইসলাম তালুকদার ৭৩ ভোট পেয়েছেন। 

এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ হুমায়ূন কবির ৯৪ ভোট, সহ-সভাপতি পদে আব্দুল বারেক মৃধা ৮৯ ভোট, পরশ মৃধা ৮৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান ৮৫ ভোট, মিন্টু গাজী ৮১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে খলিলুর রহমান ফরাজী ৯০ ভোট, প্রচার সম্পাদক পদে ইমরান শিকদার ৯২ ভোট, দপ্তর সম্পাদক পদে বাবুল হোসেন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য পদে চাঁন মিয়া ও মোঃ নয়ন আলী সমান সংখ্যক ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৪ জুন খুলনা প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯২ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর