শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৬:০১

ফুলপুরে সড়কে বড় বড় গর্ত, ভোগান্তিতে পথচারীরা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে সড়কে বড় বড় গর্ত, ভোগান্তিতে পথচারীরা

ময়মনসিংহের ফুলপুর টু বওলা পাকা সড়কের বিভিন্ন জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।

সরেজমিন দেখা যায়, ফুলপুর পৌর শহর থেকে বের হওয়ার সময় বালিয়া মোড়ে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ জায়গা বহুদিন ধরে ভাঙা। এ ছাড়া বওলা বাজারে ঢোকার মুখে সিএনজি অটোরিকশা‌ স্টেশন সংলগ্ন স্থানে অনেক বড় খাদের সৃষ্টি হয়েছে।

বওলা টু সুতারপাড়া সড়কের মুখে ইটের সলিং ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় টুকটাক খাদ বা ছোট বড় গর্ত আছে। এসব গর্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলোতে ছোট খাটো গাড়ি পড়লে উল্টে যাওয়ার উপক্রম হয়।

উপজেলা প্রকৌশলী মো. রকিব উল হাফিজ বলেন, বালিয়া মোড়ের ভাঙনগুলো পৌরসভার সীমানায় পড়েছে। আর বাকিগুলো বৃষ্টি বন্ধ হলে শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর