শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৬:১৬

অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেলপাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কোন যারবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, স্থানীয়রা বলেছে অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কয়েকদিন থেকে সন্তোষপুর এলাকায় অবস্থান করতো। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। স্থানীয় বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খেত।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর