শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৬:৫৫

জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন বন্ধ হয়নি : দুলু

নাটোর প্রতিনিধি :

জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন বন্ধ হয়নি : দুলু

জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ‘চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এসব নির্বাচনের কোনো জবাবদিহিতা নেই। তাই, ৭ জানুয়ারির একদলীয় নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে।’

শনিবার বিএনপির নাটোর শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দস তালুকদার দুলু এসব কথা বলেন।

আলাইপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে শহর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম ও ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর