শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৭:১৬

কুষ্টিয়ায় রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর থেকে বাড়ির পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় রক্তাক্ত দাগ দেখে হত্যার আশঙ্কা করছে পুলিশ। তবে, পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর বিষয়টিও মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি মিরপুর উপজেলার বিজনগর গ্রামের। নিহত বৃদ্ধের নাম মনির হোসেন (৭০)। তিনি ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে। গ্রামের আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারা দিতেন তিনি। আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। পাঁচ বছরের বেশি সময় ধরে মনির তার এখানে পাহারাদারের কাজ করেন। ওই বাড়িরই একটি টিনের ঘরে একাই থাকতেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি জানান, মাথায় রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। তা আঘাতের হতে পারে, হতে পারে পড়ে আঘাত পাওয়ারও। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর