শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৮:২০

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাঠে ঘাস কাটতে গিয়ে কৃষক যুবক কহাজ্জেল (১৭) বজ্রপাতে মারা গেছেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া মাঠে ঘাস কাটার সময় তার ওপর বজ্রপাত হয়।

মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, নিহত কহাজ্জেল মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি মাঠে কৃষকের কাজ শুরু করেন। গরুর জন্য ঘাস কাটতে বাড়ির কাছে মাঠে গেলে বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানা যায় কহাজ্জেল মারা গেছেন।

চেয়ারম্যান আকরাম হোসেন জানান, মরদেহ এখন নিহতের বাড়িতেই আছে। পুলিশকে খবর দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর