শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৮:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামী, ছিনতাইকারি মো. রিগ্যান পাঠান (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রিগ্যান পাঠান কান্দিপাড়া মাইমলহাটির মৃত ইয়াছিন পাঠানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিগ্যানকে গ্রেপ্তার করা হয়। সে শহরের ছিনতাইকারি। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, মাদক, চুরি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ১৪টি মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর