শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৮:২৯

গাইবান্ধায় কৃষকদলের মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় কৃষকদলের মতবিনিময় সভা

গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষকদল গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল এসএম ফয়সাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আনারুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজুসহ জেলা উপজেলার কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জোর দাবি জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর