শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৯:১০

ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না হোসেন একই উপজেলার রায়সা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া বলেন, শনিবার দুপুরে মুন্না হোসেন বন্ধুর সাথে মোটরসাইকেলে খাসকররা বাজারে আসে। এসময় একটি ইটবহনকারী ট্রাক্টর পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। মুন্না ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্না।
ওসি বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাক্টরটি থানায় নিয়ে এসেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর