শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২০:৫১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোরসালিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, ঢাকা থেকে ট্রাক রাজশাহীতে যাচ্ছিল। পথে উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় পৌছলে চালক ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে ট্রাকটির সম্মুখভাগ গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মোরসালিন মারা যায়। আহত হয় আরো ৩জন। তিনি আরো জানান, সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর