শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২১:১৮

বান্দরবানে জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়ে বান্দরবানে জামায়াতের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন-মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), মো. মাহফুজুর রহমান (৪৬), মো. ইমরানুল হক (৩০), নুরুল আবছার (২৮), হুমায়ুন কবির (৩৭), মো. আশরাফুল ইসলাম (৩০) ও ইউনুছ মিয়া (২৯)।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৮ জুন রাতে বান্দরবান শহরের যৌথ খামার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং বেশ কিছু বই ও রাষ্ট্রবিরোধী লিফলেট জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর