শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২১:৩৭

বড়াইগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে আবু হানিফ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের উপলশহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ উপলশহর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য নুর ইসলাম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আবু হানিফ জমিতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে পুকুর পাড়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কিন্তু তিনি সাপ দেখতে না পাওয়ায় কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে কেটে গেছে বলে ধারণা করেন।

কিছু সময় পরে ক্ষতস্থানে জ্বালাপোড়া শুরু হলে স্বজনরা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড়ের বিষয়টি শনাক্ত করেন। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর