শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৩:১৫

মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী আটক

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

মেহেরপুর মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রবিবার ভোরে মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ওজদুলের ছেলে চাঁদ আলী, আব্দুল আলীমের ছেলে সুষম, হামিদুলের ছেলে ফারুক ও আরশাদ আলীর ছেলে আলামিন। 

মেহেরপুর ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া (ঘোষপাড়া) দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল নিয়ে সেখানে গোপনে অবস্থান করি। এরপর আমরা মাদক পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, পরে ডিবি পুলিশের সদস্যরা ওই চারজনকে দুইশত বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর