শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৭:০৩

গাইবান্ধায় একজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় একজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বদিয়াজ্জামাল ওরফে জামাল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিহত বদিয়াজ্জামাল খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের পূর্বপাড়া এলাকার মৃত লাল বাহাদুরের ছেলে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজারের অটো মোল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই মারা যান তিনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীদের সঙ্গে বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল চার রাস্তা নামক এলাকায় যান। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন দেশীয়ও অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় বদিয়াজ্জামালকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর