শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৭:১৫

১১৪ শিক্ষার্থী পেল গোপালগঞ্জ জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

গোপালগঞ্জ প্রতিনিধি

১১৪ শিক্ষার্থী পেল গোপালগঞ্জ জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

গোপালগঞ্জে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

রবিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অরুণ কুমার সোম, শিক্ষার্থী সাদিয়া, মোহাম্মদ আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সাঁটলিপিকার সুজন কুমার মজুমদার।

পরে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৫ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীর মাঝে ৫০০০ টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর