শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৮:০৬

চরফ্যাশন পৌরসভার বাজেট ঘোষণা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন পৌরসভার বাজেট ঘোষণা

ভোলার চরফ্যাশন পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৭৯ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৯২৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১২ লাখ ৮ হাজার ২৩১ টাকা, রাজস্ব আয় ১৬ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৭০২ টাকা, সমাপনী স্থিতি ৬ কোটি ৫৪ লাখ ২২ হাজার ৭০২ টাকা ও উন্নয়নে আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১২ লাখ ৮ হাজার ২৩১ টাকা। 

রবিবার দুপুর ১২টায় পৌরভবনে এই বাজেট ঘোষণা করেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান, সচিব রাশেদ বিল্লাহ, প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর, আবদুল মতিন মোল্লা উপস্থিত ছিলেন।

বাজেট বক্তৃতায় পৌর মেয়র মো. মোরশেদ বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পরামর্শ ও তার সার্বিক সহযোগিতায় চরফ্যাশন পৌর এলাকায় আগামী অর্থ বছরে জলবায়ু সহিঞ্চু টেকসই উন্নয়নে সিটিসিআরপি প্রকল্প এবং এডিপির অর্থায়নে পয়ঃনিষ্কাশনে পরিবেশবান্ধব ড্রেনসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর